নিজস্ব সংবাদদাতাঃকলকাতা মেয়র ফিরহাদ হাকিম আজ বলেছেন, “বাংলায় আমরা ঐক্য ও একাত্মতা উদযাপন করি। বাংলায় আমরা আমাদের নারীকে সর্বোচ্চ আসনে রাখি।
ফেক নিউজ আর অপপ্রচারের ভয় যেন বাংলার ভাবমূর্তি নষ্ট না করে। ন্যায়বিচার চাওয়ার লড়াইয়ে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছি।”
In Bengal, we celebrate unity & togetherness. In Bengal we keep our women on the highest pedestal. Let us not let the menace of Fake News & Smear campaigns destroy the image of Bengal. In the fight for seeking justice, we all stand together. pic.twitter.com/npC9jG4rwe