নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "স্বাধীনতার পর এই প্রথম রাজ্যপাল লিখিত অনুমতি দিয়ে নির্যাতিতাকে ডেকেছিলেন। কিন্তু নির্যাতিতা এবং বিরোধী দলনেতাকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি।”
তিনি আরও বলেছেন, “যদি তৃণমূল ২৯টি আসন পায়, তাহলে ওরা মনে করে বাংলায় আর কোনও দল নেই। কিন্তু ৩৯ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। তারা মুসলিম ভোট ও কারচুপির ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়েছে।”