নিজস্ব সংবাদদাতাঃ চলতি মাসের মাঝামাঝি সময়ে রাজ্যে তাপমাত্রা বাড়লেও শেষের দিকে তা অনেকটাই কমেছে। উত্তাপ গরমের আবহাওয়াতে বৃষ্টি রাজ্যের মানুষকে খানিক স্বস্তি দিয়েছে। আবারও জানা গিয়েছে রাজ্যে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আজ ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার খুশির ঈদ। ১১ এপ্রিল সকাল থেকেই উৎসবের মেজাজে মেতে উঠেছে দেশের সকল মানুষ। রাজ্য জুড়ে সকলে ঈদ পালন করছে। তবে এরই মাঝে খারাপ খবর জানা গিয়েছে। খারাপ খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাজ্যের ১২টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঈদের দিনে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কোথায় কোথায়? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? হাওয়া অফিস জানাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগনা উত্তর ২৪ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।
বৃষ্টিপাত ছাড়াও রাজ্যে উঠতে পারে বিশাল ঝড়। রাজ্যের বেশ কয়েকটি জেলা সম্মুখীন হতে পারে ঝোড়ো হাওয়ার। রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ৫০ কিলোমিটার। ঝড়বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের কয়েক জেলায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে। ১১ এপ্রিল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃষ্টি হতে পারে। যাঁদের মধ্যে রয়েছে – উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকালও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলায়।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা গুলিতে সর্বাধিক ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় সর্বাধিক ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ঝোড়ো বৃষ্টিপাতের কারণে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।