চাপের মুখে বিনীত গোয়েল, পেলেন NHRC নোটিশ

২ সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে NHRC-র তরফে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cp vineetgoyal

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ। একই সাথে কাঁদানে গ্যাসের সেল ফাটানো এবং জল ছোঁড়া, এই সবই করা হয়েছিল আন্দোলনকে প্রতিহত করতে। আর যার জন্যে পরিস্থিতি আরও ধুন্ধুমার হয়ে ওঠে। এবার এই সবের জন্যে চাপের মুখে পড়তে চলেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। কলকাতার পুলিশ কমিশনারকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। ২ সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে বলা হয়েছে NHRC-র তরফে।

nabanna protest.jpeg
File Picture

Adddd