মাদকের বিরুদ্ধে লড়াই বিশ্বজুড়ে

মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসে কলকাতার পুলিশ কমিশনার ও আইপিএস শ্রী বিনীত কুমার গোয়ালের বার্তা।

author-image
Poulami Samanta
আপডেট করা হয়েছে
New Update
123

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  বিশ্ব মাদক দিবস বা মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস প্রতি বছর 26 জুন মাদকের অপব্যবহার মুক্ত বিশ্ব অর্জনে পদক্ষেপ এবং সহযোগিতা জোরদার করার জন্য পালিত হয়। এই বছরের বিশ্ব মাদক দিবসের প্রচারণার লক্ষ্য হল মাদক সেবনকারী ব্যক্তিদের সম্মান ও সহানুভূতির সঙ্গে আচরণ করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা; সকলের জন্য প্রমাণ-ভিত্তিক, স্বেচ্ছাসেবী পরিষেবা প্রদান; শাস্তির বিকল্প প্রস্তাব; প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়া; এবং এবং সমবেদনার সাথে মোকাবিলা করা , এমনটাই জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত অফিস (ইউএনওডিসি) সূত্রে খবর ।

মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসে বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার ও আইপিএস শ্রী বিনীত কুমার গোয়াল। কলকাতাবাসীদের তিনি আহ্বান জানিয়েছেন এই বিষয় আশেপাশের মানুষকে আরও  সতর্ক ও সচেতন করার জন্য।