নন্দীগ্রামের ঘটনায় চিন্তিত কমিশন, কমিশনারকে দিল গুরু দায়িত্ব

আগামী ১ জুন কলকাতায় রয়েছে সপ্তম তথা শেষ দফার ভোট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Meghalaya Election: ২ মার্চ অবধি ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার নির্দেশ কমিশনের

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রথম পাঁচটি দফায় ভোট হল বিক্ষিপ্ত অশান্তির আবহে। অথচ ষষ্ঠ দফা বদলে দিল আপামোড় সমীকরণ। ভোটের বাকি আর মাত্র কিছু ঘন্টা। কিন্তু গতকালের ঘটনা চিন্তায় ফেলেছে নির্বাচন কমিশনকেও। তাই তো এবার কড়া বার্তা এলো কলকাতার পুলিশ কমিশনারের কাছে।

শহরের ভোটের বাকি আর আট দিন। আগামী ১ জুন কলকাতায় রয়েছে সপ্তম তথা শেষ দফার ভোট। তবে কমিশন কোনও ঝুঁকি নিতে রাজী নয়। তাই এবার কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েলকে দিলেন কড়া নির্দেশ।

Kolkata_Lalbazar.jpg

কলকাতার ভোট নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বিনীত গোয়েলকে। কীভাবে নিরাপত্তার সু-ব্যবস্থা করা যায়, তা কমিশনারের কাঁধেই ছেড়েছে নির্বাচন কমিশন। কীভাবে সুষ্ঠ ভোট করা যায়, তার জন্যে কমিশনের কাছ থেকে কী কী সাহায্যের প্রয়োজন কলকাতা পুলিশের সেই সবকিছুই বিনীত কুমার গোয়েলকে ঠিক করতে বলেছে কমিশন। নির্বাচন কমিশনের শুধু একটাই দাবি শেষ দফা নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ।

WhatsApp Image 2024-05-23 at 12.49.49.jpeg

Add 1