এবার ভোটগণনা পর্যন্ত বড় ভোগান্তির আশঙ্কা কলকাতায়!

ভোটের মধ্যে বাস নিয়ে বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
busben

নিজস্ব সংবাদদাতা: ভোগান্তির শুরু হবে আজ থেকেই। আগামী ২ সপ্তাহ ধরে সেই ভোগান্তি জারি থাকতে পারে। কলকাতা ও সংলগ্ন  এলাকায় অধিকাংশ বাস-মিনিবাস তুলে নেওয়া হতে পারে। এর ফল ভোগ করতে হবে সাধারণ যাত্রীদের। তবে বিকল্প কিছু নেই। প্রয়োজনে মেট্রো ধরতে হতে পারে। কারণ সরকারি বাস যে একধাক্কায় বেড়ে যাবে সেটা নয়। 

buskolkata

শনি ও রবিবার অফিস যাত্রীদের ভি়ড় কিছুটা কম থাকলেও আসল ভোগান্তি শুরু হবে সোমবার থেকে। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় লোকসভা ভোট হওয়ায় অনেক বাস তুলে নেওয়া হয়েছে। এরপর কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আসনগুলিতে ভোট হলে ২৭ ও ২৮ মে থেকে কলকাতা শহর ও শহরতলির বাসের সংখ্যা এক ধাক্কায় কমে যাবে। কারণ ভোটকর্মীদের নিয়ে যাওয়া, পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যাওয়ার জন্য বাস লাগে। 

 tamacha4.jpeg