নিজস্ব সংবাদদাতা: ফের নিজের দাপট দেখতে শুরু করেছে সূর্যিমামা। আজ ফের কলকাতায় মারাত্মক মাত্রার গরম সহ্য করতে হবে সাধারণ মানুষকে। আজ কলকাতায় বৃষ্টি হওয়ারও সম্ভাবনা নেই।
ফলে আজ কার্যত পুড়তে হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তা রিয়েল ফিলে কতটা পৌঁছবে তা তো সময় বলবে। আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।
weather | heatwave | summer