চলাচলের হার বেড়েছে ১৭.৬৯ শতাংশ

দুর্গাপুজোর সময় প্রতিবছরই যাত্রীদের ভিড় সামাল দিতে চলে স্পেশ্যাল মেট্রো। ভিড়ের নিরিখে গত বছরের অক্টোবরে তৈরি হয়েছিল বিরাট রেকর্ড। এবার বইমেলা উপলক্ষেও চলছে স্পেশ্য়াল মেট্রো। কলকাতা বইমেলা উপলক্ষে ইস্ট ওয়েস্ট মেট্রোতে যাত্রী চলাচলের হার বেড়েছে ১৭.৬৯ শতাংশ।

এক সপ্তাহের ব্যবধানে যাত্রী সংখ্যা বেড়েছে ১৭.৬৯ শতাংশ।

বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো। তথ্য বলছে, এই করিডরে ২২ জানুয়ারি সোমবার ৪৫ হাজার ৫১১ জন যাত্রীর ভিড় হয়েছিল। সেখানে ১৫ জানুয়ারি অর্থাৎ তার আগের সোমবার এই করিডরে মেট্রো চড়েছিলেন ৩৮ হাজার ৬৭১ জন যাত্রী। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে যাত্রী সংখ্যা বেড়েছে ১৭.৬৯ শতাংশ।