নিজস্ব সংবাদদাতা: সন্ধ্যা থেকে ছিল না তাণ্ডব কিন্তু রাত বাড়তেই হঠাৎ করেই শহর কলকাতায় শুরু হয় শব্দ দানবের তান্ডব। রাত আটটা থেকে দশটার মধ্যে যে সীমাবদ্ধতা বেঁধে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে সেই গাইড লাইন মানা হয়নি বলে অভিযোগ পুলিশের। তাই জোরদার অভিযান চালিয়ে মোট ৪৪৪ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
এরা সকলেই নিয়ন্ত্রণের বাইরে বিকট আওয়াজে শব্দবাজি ফাটাচ্ছিলেন বলে জানা গিয়েছে। কলকাতা বিভিন্ন প্রান্তে রাস্তাঘাটে কিংবা বাড়িতে চলে শব্দবাজির তাণ্ডব। কলকাতা পুলিশের তরফ থেকে চালানো হয় টহলদারি আর তাতেই মিলে যায় সাফল্য। এক রাতেই গ্রেফতার করা হয় ৪৪৪ জনকে। এছাড়া তাদের মধ্যে ১৭১ জনকে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৪১৪ কেজি অবৈধ বাজি।
ভোর পর্যন্ত কলকাতা পুলিশের তরফ থেকে এই অভিযান চলে বলে জানা গিয়েছে। শহর কলকাতা বিভিন্ন প্রান্ত থেকে এই ৪৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।