নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি থামতেই বাড়ছে কলকাতার তাপমাত্রা। চলতি সপ্তাহেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। শহরে আর বৃষ্টি এখন হবে না। আবার হাঁসফাঁস গরমের পরিস্থিতি আবির্ভূত হবে নাকি?
/anm-bengali/media/media_files/gfXerGnWRFpC2P9qeHXZ.png)
জানা গেল যে আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ, দিনেরবেলায় তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৫ ডিগ্রি। ৩১ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে শুষ্ক। এখন আর বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।