Kolkata : কলকাতাতেও রেড অ্যালার্ট, প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা

কলকাতা (Kolkata) সহ পশ্চিমবঙ্গের কিছু অংশে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। ১৪ মে মায়ানমার (Myanmar) ও বাংলাদেশে (Bangladesh) আঘাত হানে ঘূর্ণিঝড় 'মোচা' (Cyclone Mocha)। আগামী ১৭ থেকে ২২ মে ফের আবহাওয়ায় বদল হতে পারে বলে  মনে করা হচ্ছে।

author-image
Pritam Santra
New Update
kolkata

নিজস্ব সংবাদদাতা: ১৪ মে মায়ানমার (Myanmar) ও বাংলাদেশে (Bangladesh) আঘাত হানে ঘূর্ণিঝড় 'মোচা' (Cyclone Mocha)। আগামী ১৭ থেকে ২২ মে ফের আবহাওয়ায় (Weather Update) বদল হতে পারে বলে  মনে করা হচ্ছে। আন্দামান (Andaman) ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি কলকাতা (Kolkata) সহ পশ্চিমবঙ্গের কিছু অংশে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক জি কে দাস বলেন, ঘূর্ণিঝড়টি যখন তৈরি হচ্ছিল, তখন আর্দ্রতা উপকূলে প্রবেশ করতে বাধা পেয়েছিল। এখন জমে থাকা আর্দ্রতা পশ্চিমবঙ্গ উপকূলে প্রবেশ করতে সক্ষম হবে এবং এর ফলে ১৭ থেকে ২২ মের মধ্যে কমপক্ষে এক বা দুই দফা  ঝড়, বৃষ্টি হতে পারে।