ভাগ্য ফেরাতে লটারি কাটবেন? জেনে নিন এই সংখ্যাগুলি

অনেকেই লটারি কাটেন। কারুর কারুর কাছে এটা নেশার মতো হয়ে গেছে। তবে অনেকের হাজার টিকিট কাটার পরেও ভাগ্য ফেরে না। তারও কিছু উপায় আছে। জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
moneyn

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রত্যেক মানুষই চায় এমন কিছু একটা ঘটুক যাতে তার সব অর্থনৈতিক সংকটদূর হয়ে যায়। এই লক্ষ্যে প্রচুর মানুষ ভাগ্য ফেরাতে প্রতিদিন হাজার হাজার টাকার লটারি কেটে ফেলেন। কিন্তু তাতেও ভাগ্য ফেরে না কারুর কারুর। অনেকের ক্ষেত্রে টাকা বাধলেও তার পরিমাণ অল্প হয়। জানেন কি এই সমস্যা সমাধানের একটা সাধারন উপায় রয়েছে?

১. আপনি যে লটারি নম্বরটা বাছতে চান তাতে সবচেয়ে কম নম্বরটা বেছে নিন। ১ দিয়ে শুরু করুন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লটারি জেতার সংখ্যার মধ্যে ৬০ শতাংশ ক্ষেত্রেই ১ নম্বরটি থাকে।
২. লক্ষ্য করে দেখবেন যে লটারির মধ্যে বিজোড় সংখ্যা বেশি থাকে। তাই লটারি বাছার সময়ে বিজোড় সংখ্যার ওপর জোর দিন।