মাসের প্রথম দিন! লক্ষ্মীবারে জেনে নিন বাজার দর

জেনে নিন আজকের বাজার দর।

author-image
Pallabi Sanyal
New Update
ৈ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : দেখতে দেখতে আরো একটা মাসের যেমন শেষ, তেমনই নতুন একটি মাসের শুরু। আজকের তারিখ ১ জুন, বৃহস্পতিবার। অনেকের বাড়িতেই এদিন আঁশ অর্থাৎ মাছ ঢোকেনা। মাংসও রান্না হয় না। নিরামিষ পদ রান্না হয়ে থাকে।  লক্ষ্মীবারে জেনে নিন বাজার দর। বাজারে ঠকতে হবে না। 

রোজের মেনু আলু ছাড়া অসম্পূর্ণ। গরীবের সেদ্ধ ভাত থেকে যেকোনো তরকারি, আলু চাই। বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০-২২ টাকায়।চন্দ্রমুখী আলুর দাম কেজি প্রতি ২৬-২৮ টাকা। বেগুনের দাম কেজি প্রতি ৪০-৫০ টাকা। উচ্ছের দাম কেজি প্রতি ৫০ টাকা। কুমড়োর দাম কেজি প্রতি ৩০ টাকা। পেঁপেও বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ টাকায়। এদিকে, ঊর্ধ্বমুখী ঝিঙের দাম কেজি প্রতি ৭০-৮০ টাকা। আবার দাম অনেকটাই কম পটলের। কেজি প্রতি ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। শেষ পাতের চাটনির জন্য চাই টমেটো। দাম কেজি প্রতি ৩০ টাকা।