নিজস্ব সংবাদদাতাঃ একদিকে জ্বালানির দাম (Fuel Price), অপরদিকে রান্নার গ্যাসের দামে (Gas Price) বাজার আগুন। বাঙালিদের নববর্ষে (Bengali New Year) খাসির মাংস কিংবা পোস্ত কিনতে গেলে বুকে ব্যাথা শুরু হয়ে যাবে। তবে একটু ভাল মন্দ খেতে চাইলে দেড় থেকে দুই হাজার টাকা নিয়ে বাজারে যেতে হবে। ১ কেজি চিকেনের দাম ১৮০ থেকে ২১০ টাকা পর্যন্ত। ১ কেজি মাটন কিনতে গেলে খসবে ৭০০ টাকা থেকে সাড়ে ৭০০ টাকা পর্যন্ত। আর সবজির দাম দেওয়া হলো নিচে।
কুমড়ো - ২৫ থেকে ৩০ টাকা
টমেটো - ২৫ থেকে ৩০ টাকা
কাঁচা লঙ্কা - ৭০ থেকে ৮০ টাকা
বাঁধাকপি- ২০ থেকে ৩০ টাকা পিস
শশা - ৫৫ থেকে ৬৫ টাকা
গাজর- ২৫ থেকে ৩৫ টাকা
বিন কড়াই- ৭০ থেকে ৮০ টাকা
ধনেপাতা - ২৫ থেকে ৩৫ টাকা ( বান্ডিল ৩ থেকে ৫ টাকা )
করোলা - ৬৫ থেকে ৭৫ টাকা
বেগুন- ৬৫ থেকে ৭৫ টাকা
ফুলকপি - ২০ থেকে ২৫ টাকা পিস
পেঁপে- ৪০ থেকে ৪৫ টাকা
পটল- ৭০ থেকে ৮০ টাকা
পুঁইশাক- ২০ থেকে ২৫ টাকা
ঝিঙে- ৭০ থেকে ৮০ টাকা
বিট - ২৫ থেকে ৩০ টাকা
সিম - ৫০ থেকে ৬০ টাকা
মটরশুঁটি- ৯০ থেকে ১০০ টাকা
আলু- ১৫ থেকে ১৬ টাকা
চন্দ্রমুখি আলু - ১৬ থেকে ১৮ টাকা
পিঁয়াজ - ১৫ থেকে ২০ টাকা
আদা- ৭০ থেকে ৮০ টাকা
রসুন - ৭০ থেকে ৮০ টাকা
ক্যাপসিকাম - ৭০ থেকে ৮০ টাকা
কচু - ৫০ থেকে ৬০ টাকা
কাঁচকলা - ৩ থেকে ৫ টাকা পিস
সজনেডাঁটা- ৫০ থেকে ৬৫ টাকা
ঢেঁড়স - ৫০ থেকে ৬০ টাকা