নিজস্ব সংবাদদাতা: শেষের মুখে কার্তিক মাস। এরপর বাঙালির ক্যালেন্ডারে ঢুকে পড়ছে অগ্রহায়ণ। আর এই মাস মানেই বিয়ের মাস। একদিকে শাড়ি কাপড়ের কেনাকাটা, অন্যদিকে বিয়েবাড়িতে সোনার গয়না কেনার সময় শুরু হবে। তাই এই সময়ে নিজের বিয়ে হোক বা উপহার দেওয়া, গয়না কমবেশি কিনতেই হয়।ওদিকে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে গত মাসে থেকে বাড়তে থাকে সোনার দাম নিয়ে চিন্তা শুরু হয়েছে। এখন দেখে নিন আজকের দিনটি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা।
আজ কলকাতায় সোনার দাম:
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ৬০,৫৯০ টাকায়।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,৫৪০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম:
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ছিল ৬০,৫৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ছিল ৫৫,৫৪০ টাকা।
আজকের মূল্যবৃদ্ধি
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্য বেড়েছে
০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।