নিজস্ব সংবাদদাতা : বুধবার কলকাতা পুরসভার এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। কেএমসি, এইচএমসি এবং কেএমডিএ এলাকায় বনায়ন সংক্রান্ত এই সভায় সভাপতিত্ব করেন তিনি।মাননীয় মেয়র বিভিন্ন এলাকায় ১ কোটি চারা রোপণের প্রতিশ্রুতি দিয়েছেন।
গঙ্গার দুই পাড় দক্ষিণেশ্বর পর্যন্ত, সব খালের পাড়, টালিগঞ্জ নালার দুই পাশ- এই সমস্ত জায়গা মিলিয়ে 1 কোটি চারা রোপণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মিটিংয়ে পৌরসভার সম্মানিত সদস্য ও আধিকারিকদের সাথে সেনাবাহিনী, PWD, পোর্ট ট্রাস্ট, HMC এবং হাওড়া পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যাদের এই উদ্যোগে হাত মেলাতে অনুরোধ জানিয়েছেন মেয়র।
"আমরা আমাদের গঙ্গার ধারে, দক্ষিণেশ্বর পর্যন্ত, সমস্ত খালের ধারে এবং টলি নালা পর্যন্ত 1 কোটি চারা রোপণের প্রতিশ্রুতি দিয়েছি.. আসুন আমাদের শহরকে সবুজ করতে হাত মেলাই। আমাদের সন্তানরা তাদের জন্য রেখে যাওয়া ধন-সম্পদের জন্য আমাদেরকে মনে রাখবে না, তারা আমাদের মনে রাখবে আমরা তাদের জন্য যে গাছ লাগিয়ে গেছি তার জন্য!" এমনটাই বলেন মাননীয় মেয়র তার টুইটার হ্যান্ডেলে।
কলকাতা শহরকে আরও বেশি সবুজ ও দূষণমুক্ত করতে চান তিনি। কলকাতা পুরসভা সূত্রে খবর, কলকাতা থেকে দক্ষিণেশ্বরের গঙ্গাপাড়ে এলাকার বহু জমি সেনা ও বন্দর কর্তৃপক্ষের অধীনে। তাঁদের অধীনে থাকা খালি জায়গায় গাছ বসাতে গেলে তাদের অনুমতি দরকার। সেই কারণে বন্দর ও সেনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তাঁদের অনুমতি চেয়েছেন মেয়র। জানা গিয়েছে , গাছ লাগানোর কাজে কলকাতা পুরসভাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে বন্দর ও সেনা কর্তৃপক্ষের প্রতিনিধিরা ওই সব এলাকা পরিদর্শন করবেন । তার পরেই গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করবে পুরসভা। এ ক্ষেত্রে ক্যাওড়া গাছ কলকাতা থেকে দক্ষিণেশ্বরের মধ্যে লাগানো হবে বলে খবর পুরসভা সূত্রে । এই গাছ যেমন সৌন্দর্যায়ন বৃদ্ধি করবে, তেমনই আবার গঙ্গাপাড়ের মাটিও শক্ত করবে।
কলকাতা পুরসভা জানায় , তিন বছরে এক কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা স্থির করেছেন মাননীয় মেয়র। এবং কলকাতা থেকে দক্ষিণেশ্বরের মধ্যে গাছ লাগিয়েই তাঁর উদ্যোগ শেষ হবে না। এছাড়াও ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দু’ধারে ১৬-১৭ কিলোমিটার রাস্তা জুড়ে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভায়। এর পাশাপাশি কলকাতা শহরে থাকা খালি জায়গাগুলিতে যাতে বেশি সংখ্যায় গাছ লাগানো যায়, সেই বিষয়েও উদ্যোগী হবে পুরসভা। এ ক্ষেত্রে বেশি সংখ্যায় দেবদারু গাছ লাগানো হবে। ঝড়বৃষ্টির সময় যাতে শহরের রাস্তায় পড়ে গিয়ে পথচারীদের ক্ষতি না হয়, সেই কারণেই দেবদারু গাছ লাগানোর পক্ষপাতী কলকাতা পুরসভা।
We have pledged to plant 1 Crore Saplings throughout the banks of our Ganges till Dakshineshwar, sides of all canals & Tolly Nullah.. Let us join hands to make our city greener..
— FIRHAD HAKIM (@FirhadHakim) June 22, 2023
Our children won't remember us for the riches we leave behind for them, they will remember us for… https://t.co/4jTuziuMrL