নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগে কলকাতায় হঠাৎ পার্কিং ফি কয়েকগুন বাড়িয়ে দেয় পৌরনিগম। পৌরনিগম সূত্রে খবর যে কলকাতায় যেহেতু গত ১২ বছরে ফি বাড়ানো হয়নি তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই ঘটনা ঘটতেই নানান জায়গায় শুরু হয়ে সমস্যা। মাননীয়া মুখমন্ত্রীর নির্দেশে বর্ধিত সেই ফি আবার প্রত্যাহার করে নেয় পৌরসভা। তারপর বিতর্ক এড়াতে নবান্নর উপরেই এই বিষয়টি ছেড়ে দেয় পৌরসভা। তারা সার্ভে করে একটি ফাইল নবান্নতে পাঠান যেখানে মুম্বাই, চেন্নাই বেঙ্গালুরু হায়দরাবাদের মতো সমস্ত বড় শহরের ফি কলকাতার থেকে বেশি। এরই মধ্যে অবৈধ পার্কিং বেড়েই চলেছে কলকাতার চারিদিকে। ডাবল লেন পার্কিং দেখা যাচ্ছে এসপ্ল্যানেড, চাঁদনী চৌক সহ কলকাতার একাংশ জায়গায়। সংশোধিত রেট না আসা পর্যন্ত বেশি টাকা দিতে নারাজ জনগণের একাংশ। লৌদন স্ট্রিট এর কাছে একজন পার্কিং এর দায়িত্বে থাকা পরিচারকের বিরুদ্ধে অবৈধ ভাবে টাকা চাওয়া ও হয়রানির অভিযোগ জানান একজন বাইক চালক। অভিযুক্তকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। চারিদিক থেকে একই রকমের অভিযোগ এসে পৌঁছাচ্ছে সব থানায়। মমতা বন্দোপাধ্যায়ের আদেশ না পাওয়া অবধি মুখ খুলতে নারাজ পুরসভার একাংশ। উল্লেখ্য, কলকাতায় এখনো পুরোনো নিয়ম মেনেই পার্কিং ফী নেওয়া হবে যা দু চাকার গাড়ির জন্য ঘন্টা পিছু ৫টাকা, চার চাকার গাড়ির জন্য ঘন্টা পিছু ১০ টাকা ও বাস বা লরির জন্য ঘন্টা পিছু ২০টাকা।