নিজস্ব সংবাদদাতা: জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবনে অবস্থান বিক্ষোভের চতুর্থ দিন। অভয়ার ন্যায় বিচারের দাবিতে নাগরিকদের আন্দোলনেরও পেরিয়ে গেছে চৌত্রিশ দিন। নবান্নেও বৈঠক হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবুও কেউ আশা ছাড়েনি।
এদিকে, ক্রমাগত আন্দোলনে ডাক্তারদেরও দরকার নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন খাদ্য, জল, ওষুধ। এদিকে তারা না চাইতেও প্রয়োজনের চেয়ে বেশি ক্রমাগত যোগান দেওয়া হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে ফের এক জরুরি আপডেট দিলেন আন্দোলনরত ডাক্তার কিঞ্জল নন্দ।
ফেসবুকে কিঞ্জল নন্দ লিখলেন, "আপনারা যে ভাবে আমাদের সাথে থাকছেন ,আপনাদের প্রণাম।এই মুহূর্তে এখানে পর্যাপ্ত খাওয়ার আছে।এই মুহূর্তে আপনারা কেউ কোনো খাওয়ার আনবেন না।যদি দরকার হয়,আমরা জানবো।ধন্যবাদ।"