নিজস্ব সংবাদদাতা: বাঙালি যখন আর জি কর নিয়ে তোলপাড়, তখন বিরূপ মন্তব্য করে আলোচনায় এই ব্যক্তি। সেই নিয়ে ভিডিও শেয়ার করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।
/anm-bengali/media/media_files/6Ljg9WkMDaONJLyx7faM.jpg)
কেয়া ঘোষ লেখেন, 'বাংলার নারীরা এখন আর ধর্ষকদের থেকে পিছপা হয় না। একটি পাবলিক বাসের এই ব্যক্তি মন্তব্য করেন যে আর জি করে নির্যাতিতার এই ভাগ্যই প্রাপ্য, বাসে উপস্থিত অন্যান্য মহিলারা প্রতিবাদে ফেটে পড়েন। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন যে বাংলার সরকার ডাক্তারদের জন্য কোটি টাকা ব্যয় করে তাই তাদের আর জি কর ঘটনার প্রতিবাদ করা উচিত নয়'।
/anm-bengali/media/post_attachments/www.socialnews.xyz/wp-content/uploads/2022/04/12/d1822da477d0e24158c043b8c50d98d0.jpg?fit=2000%2C1373&quality=80&zoom=1&ssl=1?v=1649748670)
এরপর নেত্রী কেয়া ঘোষ লেখেন, 'তিনি কোন দলের পক্ষে কাজ করেন/সমর্থন করেন তা অনুমান করার কোনও পয়েন্ট নেই'।
/anm-bengali/media/post_attachments/3fc57ecd3f15f32edb2affe1e1a6558eb1d2e21ed1876b1bdac9d75e1d49385f.jpg)