পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে কাতর আর্জি ছাত্র ছাত্রীদের

অপসারণের দাবী ছাত্র ছাত্রীদের।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
৩

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গত ৯ আগস্ট রাতে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী (পিজিটি) মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার বিষয়ে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল বলেছেন " জয়েন্ট সিপি (ক্রাইম) ছাত্রীর পরিবারের সাথে দেখা করেছেন। নিহতের ময়নাতদন্তের রিপোর্টও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী যে কোনও কলেজের ছাত্রছাত্রীদের কোনও রকম কোনও সমস্যা থাকলে তা আমাদের সাথে শেয়ার করার আবেদন জানানো হয়েছে। ''

RG Kar Hospital Death case: CP of Kolkata Police confesses of physical  harrassement of the female

তিনি আরও জানান যে, সহকারী পুলিশ কমিশনার চন্দন গুহ ঘটনার রাতে ডিউটিতে ছিলেন। ছাত্র ছাত্রীদের দাবী যে তাকে অপসারণ করা হোক। ছাত্র ছাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে, যে কোনও সমস্যায় তারা যেন আমাদের সঙ্গে বিনা দ্বিধায় যোগাযোগ করতে পারে। "

Broken neck, multiple injury marks: Shocking details of RG Kar Medical  College doctor's brutal rape-murder case | Today News