RG Kar Protest: কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান! লাল মুখ-মুখোশের আড়ালে কারা? বাংলায় শোরগোল ফেলা টুইট কুণালের

বাংলায় কমছে না আরজি কর ঘটনার রেশ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
Kunal ghosh

file pic

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা। তিলত্তমার ন্যায়বিচারের দাবিতে পথে নেমছে সমস্ত স্তরের মানুষ। যত দিন যাচ্ছে আন্দোলন তত তীব্র হচ্ছে। রবিবার রাতে ফের মশাল নিয়ে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। শুধু কলকাতা নয় রবিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরাতেও সেই আন্দোলনের আঁচ পড়ে। মুখ্যমন্ত্রী ও সরকারের সঙ্গে বৈঠকের পরও একই ঘটনা ঘটছে রাজ্যের মেডিকেল কলেজগুলোতে। ডাক্তাররা সুরক্ষা পাচ্ছে না বলে। সোমবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সবাই। এসবের মধ্যে রবিবার রাতে তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি টুইট করেন। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে বাংলায়। 

কুণাল ঘোষ নিজের টুইটার হ্যান্ডেলে লিখেন, "আরজি করে ন্যায়বিচারের আন্দোলনে 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান!!!! যাদবপুরে এরা কারা???? এদের উদ্দেশ্য কী? জুনিয়র ডাক্তাররা কি 'আজাদ কাশ্মীরের' বাসিন্দা ছাড়া রোগী দেখবেন না??? তিলোত্তমা ন্যায়বিচার পাক। আমরা সবাই চাই। কিন্তু লাল মুখ আর মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক।"