‘আমি নারী, আমি সব পারি’ বলবে এই পুজো মণ্ডপ

এবছর কাশীবোস লেন পা রাখল ৮৬ তম বর্ষে। আর এবছর তাঁদের থিমেও থাকছে অভিনবত্বের ছোঁয়া।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
309761423_460445499450668_7071911791024323534_n.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তর কলকাতার খুবই চর্চিত পুজো। এবছর দেখতে দেখতে তারা পা রাখলেন ৮৬ তম বর্ষে। আর এবছর তাঁদের থিমেও থাকছে অভিনবত্বের ছোঁয়া।

কথা বলছি, কাশীবোস লেন দুর্গাপুজো সমিতির। তাঁদের এবছরের থিমে ধরা দেবে নারী শক্তি। নারীরা ঠিক কী কী পারেন, তাই তুলে ধরবেন সকলের সামনে। আর বাকিটা রহস্যমণ্ডিত, এখনই তা প্রকাশ্যে আনছেন না উদ্যোক্তরা।

309414615_460444936117391_3464828061928965463_n.jpg

এই পুজোকে অনেকেই বলে থাকেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার পাড়ার পুজো। স্বভাবতই নজর থাকে সকলেরই। এবছরও পুজো উদ্যোক্তরা চান মুখ্যমন্ত্রী স্বয়ং উদ্বোধন করুন এই পুজোর। তবে তা আদপেও হচ্ছে কিনা, তা তো জানা যাবে নির্দিষ্ট সময়েই।

309468588_460445806117304_7236608641141703192_n.jpg

তবে আপাতত চলছে তাঁদের শেষ মুহুর্তের প্রস্তুতি। এবছর তাঁদের পুজোর বাজেট প্রায় ৪০ লাখের কাছাকাছি।

rectify impact.jpg