নিজস্ব সংবাদদাতা: বিহার থেকে বাংলায় আসছে অস্ত্র, এবার পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি নিয়ে তিনি বলেন, ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির জন্য ইন্সটাগ্রাম হ্যান্ডেল লঞ্চ করা হয়েছে। অর্থাৎ প্রযুক্তির সাথে সাথে এগিয়ে শিক্ষা, কমবে দুর্নীতি।
শনিবার কলকাতা পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “Enough is Enough”। উত্তরপ্রদেশ, বিহারে যা চলে, তা এখানে চলবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
প্রসঙ্গত কলকাতা পৌর নিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষকে শুট আউটের চেষ্টার ঘটনায় ভিন রাজ্যের যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। এনিয়ে মেয়র বলেন, “একজন কাউন্সিলরের প্রাণ গেলে তার পরিবারের ক্ষতি হবে। আমরা সকলে একটা পরিবার। মুখ্যমন্ত্রী বলে দেওয়ার পরেও ইন্টেলিজেন্স নেই। নেটওয়ার্ক কোথায়? কীভাবে ভিন রাজ্য থেকে কেউ এই রাজ্যে ঢুকতে পারে? পুলিশের কাছে কি কোনও খবর থাকে না?” এদিন সরাসরি তিনি প্রশ্ন করেন পুলিশকে।
ফিরহাদ বলেন বিহারের মুঙ্গের থেকে এই রাজ্যে আসছে নানান রকম আগ্নেয়াস্ত্র। যে ক্রিমিনাল থাকুক না কেন তাকে অ্যারেস্ট করা হোক এ দিন পুলিশের কাছে আর্জি জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কাউন্সিলরকে গুলি প্রসঙ্গে ফিরহাদ বলেন ‘ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে কাউকে ভয় পায় না’।
এদিন পুলিশের পড়াশোনা নিয়েও প্রশ্ন তুলেছেন ফিরহাদ। তিনি বলেন, “আমাকে সময় দিন। আমি ইউপিএসসি ক্র্যাক করে পুলিশে জয়েন করব। যেভাবেই হোক বাংলা থেকে অস্ত্র উদ্ধার করতে হবে পুলিশকে এদিন আবেদন জানিয়েছেন মেয়র।