কন্যাশ্রীতেও কাটমানি! মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের প্রকল্পের মুখ পুড়ল

কন্যাশ্রী প্রকল্প নিয়ে বড় অভিযোগ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata sadq1.jpg

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির মধ্যেই এবার উঠে এল কন্যাশ্রীতে দুর্নীতি। কন্যাশ্রী প্রকল্প দেশ-বিদেশে আলোচিত হয়েছে। এবার সেই প্রকল্পই রাজ্য সরকারের ক্ষেত্রে অসম্মানজনক হয়ে উঠল।

মালদার তরুয়া ১ নম্বর ব্লকের চাঁদমণি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বরিউল ইসলামের মেয়ে সুলতানা পারভিন অভিযোগ করেছেন, তিনি কাটমানির টাকা না দেওয়ার কন্যাশ্রী ফর্ম বাতিল হল। মালদার এক সরকারি কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ তোলেন বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একদশ শ্রেণীর এই ছাত্রী। ছাত্রী অভিযোগ করলেন যে তাঁকে বিবাহিত দেখিয়ে তাঁর কন্যাশ্রী ফর্ম বাতিল করে দেওয়া হয়। সুলতানার অভিযোগ, আবেদনপত্র অনুমোদন করার বিনিময়ে ব্লক স্তরে টাকা পাঠাতে দাবি করেছিল পঞ্চায়েত দফতরের এক কর্মী। 

Adddd