শহরের প্রাণকেন্দ্রে কামদুনির প্রতিবাদীরা! আটকে বহু মানুষ

শহরের বুকে আঁছড়ে পড়েছে কামদুনির রোষ। হাহাকার। কান্নার রোল। দাবি, সুবিচার চাই। এদিকে সমস্যায় সাধারণ মানুষ।

author-image
Pallabi Sanyal
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা : শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা, অন্যতম ব্যস্ত শহর। সপ্তাহের দ্বিতীয় দিনে বড় মিছিল সংঘটিত হচ্ছে। পথে কামদুনির প্রতিবাদীরা। যাদের চোখে আজও জল। ১০ বছর পর বিচার মিললেও সেই বিচারে হতাশ সকলে। সুবিচারের দাবিতে ফের পথে নেমছে কামদুনি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের পাশ থেকে মিছিল শুরু হয়েছে, মেয়ো রোড ধরে এগিয়ে গান্ধী মূর্তির সামনে হবে সমাবেশ। নতুন করে লড়াই শুরু মৌসুমী-টুম্পা কয়ালদের। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ফের নতুন করে আইনি লড়াই লড়ার ভাবনা তাদের। একদিকে যখন কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে হত্যার ঘটনায় পথে প্রতিবাদকারীরা, অন্য়দিকে তখন কার্যত অবরুদ্ধ শহর। ব্যস্ত সময়ে নিত্যযাত্রী থেকে যারা কাজে বেরিয়েছিলেন তারা পড়েছেন সমস্যায়। ধর্মতলা কার্যত অবরুদ্ধ। রাস্তায় মিছিল। গাড়ি চলবে কোন পথে? হাওড়া যেতে হলেও পড়তে হচ্ছে সমস্যায়। যানজট। গাড়ির চাকা যেন এগোচ্ছেই না। বাসে, প্রাইভেট কারে আটকে বহু মানুষ। তার ওপর সূর্যের যা তেজ অনেকেরই জলের বোতলের জল ফুরিয়ে এসেছে। কারো সঙ্গে বাচ্চাও রয়েছে। অসহায় বোধ করছেন তারা। কখন গন্তব্যে ফিরবেন একটাই চিন্তা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কেউ বা আবার বলছেন, আজ বাড়ি থেকে না বেরলোই হতো। ধর্মতলায় বহু অফিস রয়েছে। ব্রেক টাইমে বেরিয়ে কার্যত হতবাক হয়ে যান তারা। চেনা ধর্মতলার ছবি আজ অন্য কথা বলছে। কাঁদছে গোটা কামদুনি।পুজোর সময় অনেকেই শপিংয়ে বেরিয়েছিলেন। তাদেরও পড়তে হচ্ছে সমস্যায়। পরিস্থিতি সচল হওয়ার অপেক্ষা। 

hiring.jpg