আন্দোলনকারী ডাক্তারদের এবার হুঁশিয়ারি কল্যাণ ব্যানার্জির- কি বললেন জানেন? চমকে যাবেন আপনি

আন্দোলনকারী ডাক্তারদের এবার হুঁশিয়ারি কল্যাণ ব্যানার্জির।

author-image
Aniket
New Update
kalyan banerjee1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ৩ রাত কাটতে চলেছে। তাদের মূল দাবি, তিলোত্তমার বিচার। এছাড়াও আরও কয়েকটি দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে একাধিকবার তৃণমূলের একাধিক নেতার কাছ থেকে একাধিক হুঁশিয়ারি শুনতে হয়েছে আন্দোলনকারী ডাক্তারদের। তাদের দেশদ্রোহী পর্যন্ত বলা হয়েছে। এবার তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের চরম হুঁশিয়ারি দিলেন। জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে গেলে তাদের ডাক্তার হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণ ব্যানার্জি।

kalyan banerjee2.jpg

তিনি হুঙ্কার করে বলেছেন, "সুপ্রিম কোর্টের বলার পরেও যারা কাজে যোগ দেননি, তারা ডাক্তার হওয়ার যোগ্য নন। সরকারের কাছে আবেদন করছি যারা একমাসের বেশি চিকিৎসা করেননি তাদের ডাক্তার করা উচিত নয়। যারা একমাসের বেশি আন্দোলনে আছেন, তাদের ডাক্তারের পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়"। উল্লেখ্য, গতকাল লাইভ স্ট্রিম ইস্যুতে মুখ্যমন্ত্রী ও ডাক্তারদের বৈঠকই বাতিল হয়ে যায়। যার পর এই আন্দোলনের পেছনে রাজনীতি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি দাবি করেছেন, চেয়ারের লোভেই কয়েকজন জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন। আর মমতা ব্যানার্জির এই চরম বক্তব্যের পর আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তারা চেয়ার নয়, বিচার চান।