নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের বৈঠক করার জন্য আহ্বান করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারদের একটি বিশেষ দাবি না মানায় বৈঠক সম্পন্ন হয়নি। ডাক্তাররা ওই বৈঠকের লাইভ সম্প্রচার চেয়েছিলেন যা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয়নি সরকারের কাছে। তাই সেটা হয়ে ওঠেনি। আলোচনার পরেও মীমাংসা হয়নি। উপরন্তু নবান্নের বাইরেই অপেক্ষা করতে থাকেন জুনিয়র ডাক্তাররা। এরপর ফের তারা স্বাস্থ্য ভবনে তাদের অবস্থান বিক্ষোভে ফিরে যান।
এই নিয়ে এবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় লেখেন, "কিছু ডাক্তার লাইভ স্ট্রিমিং সম্পর্কে ক্রমবর্ধমান উত্সাহী হচ্ছেন। সামনের দিকে এগিয়ে গিয়ে চিকিৎসা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা এবং উন্মুক্ততা নিশ্চিত করার জন্য আমাদের অস্ত্রোপচার পদ্ধতির লাইভ সম্প্রচারেরও পরামর্শ দেওয়া উচিত।"
বস্তুত, জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান এই নিয়ে চতুর্থ দিনে পড়ল। তারা স্বাস্থ্য ভবন সাফাই অভিযানে নেমেছিলেন। আগেরবার যেমন তাদের সঙ্গে ছিল প্রতীকী শিরদাঁড়া, এবার তাদের সঙ্গে ছিল প্রতীকী মস্তিষ্ক এবং ঝাঁটা। এর আগে তারা লালবাজার অভিযান করেন এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার হাতে তার পদত্যাগের দাবি সম্বলিত ডেপুটেশন পত্র জমা দেন জুনিয়ার ডাক্তাররা।