নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনা প্রসঙ্গে ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন কল্যাণ ব্যানার্জি। আজ বিজেপির রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিকে কটাক্ষ করে, ফের একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তিনি। তিনি বলেন, "২০১৯ সাল থেকেই বিজেপি রুটিন মাফিক এই দাবি করে আসছে। আদালতে এই বিষয়টি এখনও বিচারাধীন এবং হাই কোর্ট আমাদের যাবতীয় পদক্ষেপে সন্তুষ্ট।"
/anm-bengali/media/media_files/1000064824.jpg)
এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ''পরিস্থিতি খারাপ ছিল ঠিকই, তবে রাজ্য সরকারের পদক্ষেপ এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় শান্তি ফিরে এসেছে। বিজেপি এবং অমিত শাহ উদ্দেশ্যমূলকভাবে রাজ্যে দাঙ্গা উস্কে দেওয়ার রাজনীতি করছেন।''