নিজস্ব সংবাদদাতা: ফের একবার জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ছেলেগুলো ভাল ছিল, ছেলেগুলোকে বিভ্রান্ত করে দিল সিপিএম। এমন বিভ্রান্ত করল যে মানুষ ওদের ওপর ক্ষেপে গেছে। ডাক্তার তো মানুষের সেবা করবে, হাসপাতালে গ্রামের মানুষ যায় চিকিৎসা পেতে।'
প্রসঙ্গত, থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকরা পাল্টা একটি সংগঠন খুলেছে। সেখানে তাঁরা ৮দফা জানিয়ে মুখ্যসচিবকে একটি ইমেল করেছে। জুনিয়র চিকিৎসকদের নতুন সংগঠনের ৮ দফা দাবি হল, থ্রেট কালচারের অভিযোগ নিয়ে একতরফা ভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পাশাপাশি টাস্ক ফোর্সে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিও রাখতে হবে। আন্দোলনের নামে টাকা তুলছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট, অভিযোগ খতিয়ে দেখতে অডিট করতে হবে। আর জি কর মেডিক্যালের চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। ২০২১-এ রামপুরহাট মেডিক্যালে জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনারও তদন্ত করতে হবে। জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের জন্য অফিস ঘর বরাদ্দ করতে হবে।