কলতান এর মুক্তিতে কলরব! জেল থেকে বেরোতেই হাতে গোলাপ-গলায় মালা

গারদ থেকে বেরিয়ে আসতেই গলায় মালা ও হাতে গোলাপ কলতানের। জামিনের পর সমর্থকদের ভালোবাসায় জড়িয়ে পড়েন তিনি।

author-image
Debapriya Sarkar
New Update
Kalatan released

নিজস্ব প্রতিবেদন : সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্ত ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, এবং অডিও-কাণ্ডে মুক্তি পাওয়ার পর তিনি এবিপি আনন্দের সঙ্গে কথা বলেন। মুক্তির পর কলতান তার বক্তব্যে আন্দোলনের গুরুত্ব ও সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ghnhjiuk

জেল থেকে ছাড়া পাওয়ার পর ডাক্তারদের এত দিনের আন্দোলন সম্পর্কে কলতান কে প্রশ্ন করা হলে কলতান বলেন, "রাস্তায় কী আন্দোলন হয়েছে, সেটা আমার কাছে অবধি পৌঁছয়নি। কিন্তু আমি জানি, যে কমরেডরা রাস্তায় রয়েছেন, যেকোনও আক্রমণের বিরুদ্ধে যেকোনও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে ঠিক রাস্তায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবেন। এই ভরসা আমাদের কমরেডদের উপর আছে।" 

kalatan release

এরপর কলতান এর কাছে জানতে চাওয়া হয়, তার বিরুদ্ধে এত বড় অভিযোগ করেছে পুলিশ সেটা নিয়ে তিনি কি বলবেন,? এই প্রশ্নের উত্তরে কলতান বলেন, "পুলিশ যা জিজ্ঞাসাবাদ করেছেন, তথ্য ইত্যাদি যা নেওয়ার, নিয়েছেন। তাঁরা বাকিটা বলতে পারবেন।" পুলিশের সাথে কলতান কতটা সহযোগিতা করেছে জানতে চাওয়া হলে কলতান বলেন, "আমি যথেষ্ট সহযোগিতা করেছি।"

কলতানের যে অডিও ভাইরাল হয়েছে তার বিষয়ে কলতানকে প্রশ্ন করা হলে কলতান স্পষ্ট বলেন, "এটা একটা ষড়যন্ত্রের অংশ। আমি তো প্রথমেই বলেছি। "

Kalatan-Dasgupta

উল্লেখ্য, সিপিএমের যুবনেতা কলতান দাশগুপ্ত ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তাকে অডিও-কাণ্ডে জামিন দেয়। কলতানের গ্রেফতারি নিয়ে আদালত পুলিশকে বড়সড় ধাক্কা দেয়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দিয়েছেন, মামলায় পুলিশ যে সতর্কতা নেওয়া উচিত ছিল, তা তারা করেনি। আদালতের অনুমতি ছাড়া ভবিষ্যতে কলতানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।