নিজস্ব সংবাদদাতাঃ আরও চাপ বাড়ল ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujay Krishna Bhadra) বিরুদ্ধে। এনজিও-র নামে জমি দখলের অভিযোগ রয়েছে এই সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে। ২০২০ সালে এই অভিযোগ তুলেছিল বেহালার বিখ্যাত রায় পরিবার। এই রায় পরিবারের এক সদস্যের দাবি, যে তাঁরা রাজ্য সরকারের ‘দিদি কে বলো’তেও ফোন করে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। যদিও কাজের কাজ কিছু হয়নি বলেও অভিযোগ তুলেছে এই রায় পরিবার। অন্যদিকে এই ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করার পর থেকেই বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন যে তাঁর মাথায় কার হাত রয়েছে? কার প্রভাবে তিনি এতটা প্রভাবশালী হয়ে উঠেছিলেন?