নিজস্ব সংবাদদাতা: কোর্টে হাজির হওয়ার আগেই অজ্ঞান কালীঘাটের কাকু। ইডির বিশেষ আদালতে যাওয়ার পথে অসুস্থ তিনি। অসুস্থতার কারণে আদালতে অনুপস্থিত সুজয়কৃষ্ণ ভদ্র। এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন। সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান করে গুরুতর কিছু ধরা পড়েনি। তাই এমআরআই হতে পারে। আচ্ছন্ন অবস্থায় হাসপাতালের সিসিইউতে সুজয়কৃষ্ণ।
মামলার পরবর্তী শুনানি ২ জানুয়ারি।