'তোর বাপের কী'! এসএসকেএমে ভর্তি 'কালীঘাটের কাকু' গেল ক্ষেপে

দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন 'কালীঘাটের কাকু'। এবার তিনিই বেফাঁস মন্তব্য করে বসলেন সাংবাদিকের প্রশ্ন শুনে। কী বললেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
sujayed1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ আবার অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়। হাসপাতালে ঢোকার মুখে ইডি তদন্তের কথা শুনেই মেজাজ হারিয়ে ফেললেন লিপ্‌স অ্যান্ড বাউন্সের উচ্চপদে চাকরি করা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। রেগেমেগে খারাপ কথা বলে ফেললেন তিনি। তবে তার জন্য নেই অনুশোচনা। তখন তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিয়োগ মামলায় জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ যে সংস্থার উচ্চপদে চাকরি করতেন, সেই লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে সোমবার রাতভর তল্লাশি চালায় ইডি। সোমবার সকাল থেকে তিন জায়গায় অভিযান চালিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সং‌স্থা। বাকি দু’জায়গায় তল্লাশি দ্রুত শেষ হলেও মঙ্গলবার সকাল পর্যন্ত আলিপুরের লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের শাখায় ইডির অভিযান জারি থাকে। এমনকি 'কালীঘাটের কাকু'র জামাই দেবরূপ চট্টোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে ইডির এক দল। তল্লাশি শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা পেয়েছে বলে দাবি করেছে ইডি। ঘটনাচক্রে ওই দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সুজয়কৃষ্ণ। মঙ্গলবার রাতে অ্যাম্বুল্যান্সের ভিতর মুখে অক্সিজেন মাস্ক লাগানো সুজয় ধীরে ধীরে বলেন, ‘‘বুকে খুব ব্যথা।’’ এর পর তাঁকে লিপ্‌স অ্যান্ড বাউন্স কোম্পানিতে ইডি অভিযান নিয়ে প্রশ্ন করতেই উঠে বসে পড়েন। মুখের মাস্ক খুলে ফেলেন নিজেই। উত্তেজিত হয়ে বলে ফেলেন, 'তোর বাপের কী'। ‘কালীঘাটের কাকু’র ওই কুকথার পরই তাঁকে নিয়ে হাসপাতালের অভ্যন্তরে চলে যেতে বাধ্য হন সিআইএসএফ বাহিনীর সদস্যেরা।

এই লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থায় একসময়ে ডিরেক্টর ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। আবার তাঁরই সংস্থা এসডি এন্টারপ্রাইজ়ের সঙ্গেও ওই সংস্থার লেনদেনের প্রমাণ গোয়েন্দারা পেয়েছেন বলে দাবি করছেন। ইডি চার্জশিটে দাবি করেছে যে ২০২০-২১ সালের মধ্যে সুজয়ের এসডি এন্টারপ্রাইজ়ের সঙ্গে লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের ৯৫ লক্ষ ১ হাজার টাকা লেনদেন করা হয়েছে। কবে কত টাকা লেনদেন, তাও চার্জশিটে জানিয়ে দিয়েছে ইডি। এর আগে গত জুলাই মাসেও হাসপাতালে চিকিৎসা করতে যান ‘কালীঘাটের কাকু’। তাঁর বাইপাস সার্জারি করা হয়। গত জুলাই মাসে সুজয়কৃষ্ণের স্ত্রী বাণী ভদ্রের মৃত্যু হয়। শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য প্যারোলে বাড়ি ফিরেছিলেন সুজয়কৃষ্ণ। তারপর জেলে এসেই অসুস্থ হয়ে যান তিনি। 

impact