BREAKING: কালীঘাটের কাকু, শারীরিক অবস্থা কি? এল বড় আপডেট

কি আপডেট জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
x

নিজস্ব সংবাদদাতা: ১৭ ডিসেম্বর বিশেষ সিবিআই কোর্টে কালীঘাটের কাকুকে পেশের নির্দেশ। স্বাস্থ্যের কারণ দেখিয়ে কোর্টে পেশে গড়িমসির আশঙ্কা সিবিআইয়ের। কালীঘাটের কাকুর প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে সওয়াল সিবিআইয়ের। হাইকোর্টের শুনানির পরেই বিশেষ সিবিআই কোর্টে পেশের নির্দেশ। সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা কি জানতে চাওয়া হোক জেলের কাছে। প্রয়োজনে জেল হাসপাতাল বা অন্য হাসপাতালে ভর্তি করা হোক। পৃথক মেডিকেল বোর্ড গঠন করে রিপোর্ট চাওয়া হোক।