নিজস্ব সংবাদদাতা: দুপুরের পর থেকেই আবহাওয়া নিয়ে একের পর এক লাল-কমলা-হলুদ সতর্কতা জারি হচ্ছে। আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি আসছে। দক্ষিণবঙ্গের তিন জেলা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টি হবে। কালবৈশাখী ঝড়ও উঠতে পারে। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।
রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি।