নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেলেন কলতান। আর জেল মুক্ত হতেই লাল আবিরে মত্ত হয়ে উঠলো বাম নেতা-নেত্রীরা। এযেন অকাল হোলি হয়ে গেল DYFI নেতৃত্বদের।
ভাইরাল অডিও ক্লিপকাণ্ডের দ্বিতীয় সিপিআইএমের যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্ত কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন গতকাল। তারপর আজ বিধান নগর উত্তর থানা থেকে প্রথমে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর বিধান নগর আদালতে তোলা হলে সেখান থেকে তার জামিন হয়ে যায়।
বিধান নগর আদালতের বাইরে তখন প্রচুর সংখ্যক সিপিআইএমের যুবকর্মী সমর্থকদের উল্লাস চলছে। ছিলেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, ছিলেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। তারাই আদালত থেকে বিজয় মালা পরিয়ে কলতানকে বাইরে নিয়ে আসেন। তার এই মুক্তিকে সিপিআইএম ‘ঐতিহাসিক জয়’ বলে আখ্যা দিয়েছে।
প্রথম থেকেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল সিপিআইএম। কলকাতা পুলিশ চক্রান্ত করে কলতানের মুখ বন্ধ করার জন্য এই কাজ করেছেন বলে অভিযোগ করে সিপিআইএম। যেকোনো আক্রমণের বিরুদ্ধে ও স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব রয়েছে সাধারণ মানুষের বলছে বাম নেতৃত্ব। আর মুক্তি পাওয়ার পর কলতান দাশগুপ্ত কি বলছেন?
তাঁর কথায়, “এরকম ঘটনা যত হবে, ততো আমাদের মনোবল বেড়ে যাবে। আমরা জানি শাসক দলের চোখরাঙানি। তবে তিলোত্তমার জন্যে লড়াই চলছে, চলবে। আমার ক্ষেত্রেও এই ঘটনা আমার মনের জোর বাড়িয়ে দিল। আরও উদ্যম নিয়ে তিলোত্তমার জন্যে, ওর ন্যায় বিচারের জন্যে রাস্তায় নামবো”।