নিজস্ব সংবাদদাতা: আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। আর তাঁর রাজ্যে আসতেই যে তৃণমূলের ধর্না কর্মসূচীতে নতুন মোড় এসেছে তা বলাই যায়। রাজ্যপালের ডাকে দিল্লি উড়ে গেছেন তৃণমূলের প্রতিনিধিরা। এমন সময় এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
এদিন তিনি টুইটে বলেন, “৩ অক্টোবর, সাধ্বী নিরঞ্জন দিল্লিতে আমাদের প্রতিনিধিদলের সাথে দেখা করতে অস্বীকার করেন। ৫ অক্টোবর, আমরা লাখো মানুষের সমর্থন পেয়ে কলকাতায় অনির্দিষ্টকালের জন্য ধর্না শুরু করি। ফলাফল? সাংবাদিক সম্মেলনের জন্য রাজ্যে আসতে হল তাঁকে। খুব তাড়াতাড়ি বিজেপি ‘জমিদারি’ শেষ হতে চলেছে”।