'ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়া'! শেষমেশ ক্ষমা চাইতে হল TMC সাংসদ কাকলিকে

কেন ক্ষমা চাইলেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
New Update
1713353463_Large-Image-Kakoli

নিজস্ব সংবাদদাতা: একটি টক শোয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন, "ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল। যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আমার ছেলেরাও নিন্দা করেছিল বলে ওদের কম নম্বর দিয়েছিল। কিন্তু আজ তাঁরা এখন প্রথিতযশা চিকিৎসক। তবে কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখন এখানে এসে দাঁড়াবে, মুখ খোলার সাহস করলে তাঁর থিসিস আটকে দেওয়া হবে, এটা ভাবতেও পারিনি।"

At Barasat, the real fight is between Kakoli & Sabyasachi - Times of India

প্রবল সমালোচনার কারণে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এবার সাংসদ। 

CPI(M) youth wing members block Trinamool Congress MP Kakoli Ghosh  Dastidar's car - The Economic Times

তিনি লেখেন, "বক্তব্যের জন্য আমি দুঃখিত এবং আমার সাম্প্রতিক কথায় কারো অনুভূতিতে আঘাত লাগলে ক্ষমাপ্রার্থী।  আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। নারীর মঙ্গল ও অধিকার আমার উদ্দেশ্য ছিল এবং থাকবে।"

Barasat MP Kakoli Ghosh Dastidar in CBI office in Narada probe