নিজস্ব সংবাদদাতা: একটি টক শোয়ে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছিলেন, "ছাত্রীদের কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার একটা চল শুরু হয়েছিল। যার আমি তীব্র নিন্দা করি, ঘৃণা করি। আমার ছেলেরাও নিন্দা করেছিল বলে ওদের কম নম্বর দিয়েছিল। কিন্তু আজ তাঁরা এখন প্রথিতযশা চিকিৎসক। তবে কোলে বসিয়ে পাশ করিয়ে দেওয়ার চলটা যে এখন এখানে এসে দাঁড়াবে, মুখ খোলার সাহস করলে তাঁর থিসিস আটকে দেওয়া হবে, এটা ভাবতেও পারিনি।"
প্রবল সমালোচনার কারণে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এবার সাংসদ।
তিনি লেখেন, "বক্তব্যের জন্য আমি দুঃখিত এবং আমার সাম্প্রতিক কথায় কারো অনুভূতিতে আঘাত লাগলে ক্ষমাপ্রার্থী। আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। নারীর মঙ্গল ও অধিকার আমার উদ্দেশ্য ছিল এবং থাকবে।"