নিজস্ব সংবাদদাতাঃ রেশন দুর্নীতি মামলায় ফের নতুন টুইস্ট। এই দুর্নীতি মামলায় সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। যদিও বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে গতকাল রবিবার ইডির দফতরে হাতে নথি নিয়ে আচমকাই হাজির হন মন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। যদিও জানা যায়, গতকাল আধিকারিকরা না থাকায় তিনি ফিরে আসেন। এদিকে আজ সকালে ইডি দফতরে হাজির হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক। জানা যায়, সোমবার সকাল ১০ টায় তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল। নির্দিষ্ট সময়ে তিনি বিভিন্ন নথি-সহ ইডি দফতরে হাজিরা দেন।