নিজস্ব সংবাদদাতা: এসএসকেএম থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফেরানো হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ বালুকে নিয়ে আসা হয় জেলে। জানা যায় যে জেলে ফিরতেই আরও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয় রাজ্যের বনমন্ত্রীর উপরে। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে মন্ত্রীর নিরাপত্তা রক্ষী। বৃদ্ধি করা হচ্ছে সিসি ক্যামেরা। ইতিমধ্যেই সেই কাজ শুরু হল পয়লা বাইশ সেল ব্লকে।
রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে বালুর বাড়িতে হানা দেয় ইডি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর থেকে দফায় দফায় অসুস্থ হন বনমন্ত্রী। প্রথম যেদিন ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত, সেদিনই কোর্টরুমে মাথা ঘুরে পড়ে যান বালু। এরপর প্রথমে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয় আর তারপর এসএসকেএমে যান। গত নভেম্বরের শেষের দিকে জেলে অসুস্থ হন। এরপরই এসএসকেএমে ঠাঁই।