নিজস্ব সংবাদদাতা : শনিবারই শারীরিক অসুস্থতার কথা শোনা গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে। রবিবার ফের কমান্ড হাসপাতালে হল স্বাস্থ্য পরীক্ষা। আদালতেও এদিন তোলা হয় তাকে। জমা পড়ে স্বাস্থ্য সংক্রান্ত হাসপাতালের রিপোর্ট। তবে কি মিললো জামিন? এই প্রশ্নই উঠছে। কিন্তু এদিন জামিনের আবেদনই নাকি জানাননি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত তাকে থাকতে হবে জেল হেফাজতে। এমনই নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, রবিবার ফের একবার বোমা ফাটান বালু। তিনি কেমন আছেন জানতে চাওয়া হলে, উত্তরে বলেন, 'আমি মারা যাব। অবস্থা খারাপ আর বাঁচব না।' এদিকে ইডি এদিন বড় দাবি করেছে। তিনটি ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী-মেয়েকে বসানোর নির্দেশ যে বালুই দিয়েছিলেন তা নাকি মুখোমুখি জেরায় তাদের সামনেই স্বীকার করেছেন।