জ্যোতিপ্রিয়র চিঠি! প্রকাশ্যে এলো বহু অজানা তথ্য

এক বছর ধরে খাঁচা বন্দি হয়েই জীবন কাটছে তার। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
JYOTIII.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতবছর বিজয়ার মিষ্টি খাওয়ার পরেই গ্রেফতার হন রাজ্যের তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। খাদ্যমন্ত্রী থাকাকালীন ব্যাপক দুর্নীতিতে নাম জড়িয়েছে তার। আর সেই কারণেই জেলবন্দি হয়ে পড়েন বালু। এক বছর ধরে খাঁচা বন্দি হয়েই জীবন কাটছে তার। 

প্রথম প্রথম জামিনের আবেদন করলেও পরের দিকে যেন আশা ছেড়ে দিয়েছিলেন মন্ত্রী মশাই। পুজোর আগে সুখবর পেয়ে ঘরে ফিরেছেন তার সতীর্থ কেষ্ট মন্ডল। জামিনের আবেদন করেছেন আরেক সতীর্থ পার্থ চট্টোপাধ্যায়। এবার কিন্তু তবে কপাল খুলতে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের? একেবারেই না বরং আরো চাপে পড়তে চলেছেন তিনি! তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইডি। তার বিরুদ্ধে আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। 

jyoti ed.jpg

জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী আলিফ এবং আনিসুরের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তাতে জ্যোতিপ্রিয়র লেখা চিঠির উল্লেখ করা হয়। তাতে প্রায় চার জনের কাছ থেকে টাকা নেওয়ার কথা উল্লেখ করেছেন জ্যোতিপ্রিয়। যদিও পরবর্তীতে গ্রেপ্তার করা হয় আলিফ এবং আনিসুরকে। আর সেই চিঠির সূত্র ধরেই আসছে নতুন এক নাম মুকুল। তার থেকে নাকি ইন্টারেস্ট বাবদ প্রতি মাসে ১০ লাখ টাকা পেতেন জ্যোতিপ্রিয়। অফিসিয়াল সেই চিঠি পেতেই এবার কোমর বেঁধে জ্যোতিপ্রিয়র তদবির করতে নেমে পড়েছে ইডি।

Adddd