নিজস্ব সংবাদদাতাঃ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চেই ফিরল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। ইডি-র এফআইআর খারিজের আবেদন জানিয়ে বিচারপতি ঘোষের বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু, তাতে আপত্তি ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলা ছেড়ে দিয়েছিলেন বিচারপতি। তবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আবারও সেই বিচারপতির এজলাসেই পাঠালেন অভিষেকের মামলা। বুধবার হবে শুনানি। বুধবার অর্থাৎ আজ বিচারপতি কী নির্দেশ দেন, তার ওপর নির্ভর করবে মামলার গতিবিধি।