কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টিএস শিবজ্ঞানম

কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টিএস শিবজ্ঞানমকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার।

author-image
Aniruddha Chakraborty
New Update
,বভবভ

নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। এবার তাঁকে প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হল। সোমবার অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টিএস শিবজ্ঞানমকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করতে পেরে আনন্দিত।" 

২০২৩ সালের ৩০ মার্চ কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। এর আগে সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি টিএস শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করেছিল।

বিচারপতি শিবজ্ঞানম ২০০৯ সালের ৩১ শে মার্চ মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন এবং পরে ২৯ মার্চ ২০১১ সালে তিনি স্থায়ী বিচারক নিযুক্ত হন। তিনি মাদ্রাজ হাইকোর্টের কম্পিউটার কমিটির চেয়ারম্যান। ২০২১ সালের ২৫ অক্টোবর তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলি হন এবং শপথ গ্রহণ করেন।