নিজস্ব সংবাদদাতা: আজ । ধর্মতলায় কাঁসরের তালে তালে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। অভয়া পরিক্রমায় বাধা পুলিশের। উত্তর কলকাতা যাওয়ার কর্মসূচি ছিল আজ।একের পর এক ব্যারিকেড দিয়ে অভয়া পরিক্রমায় বাধা। পুলিশের গার্ড রেল ঠেলে সরিয়ে দিলেন আন্দোলনকারীরা।