শুধু বিরোধী দলনেতারই ২৭-২৮টা মামলা! বিরক্ত হাইকোর্টের বিচারপতি

রাজ্যে একের পর এক একই ধরনের মামলা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এই নিয়ে সরাসরি রাজ্যকে প্রশ্ন করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। রক্ষাকবচ নিয়ে কথা বললেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
high

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টে একের পর এক রাজনৈতিক মামলা এসে জমছে। রাজনীতির কচকচানিতে মুখর এজলাস। এত রাজনৈতিক মামলা শোনা নিয়ে বিরক্ত হয়ে উঠল কলকাতা হাইকোর্ট। এত রাজনৈতিক মামলার জন্য সময় দেওয়া যাবে না বলে ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সোমবার বিচারপতি মন্তব্য করেন, 'শুধু বিরোধী দলনেতারই ২৭-২৮টি মামলা। তার উপরে একই ধরনের আরও ১০টা মামলা এখনই আছে। শুধু রাজনৈতিক মামলাই শুনে যাব নাকি?' মামলা ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন বিচারপতি।

ক্রমশ যেভাবে রাজনৈতিক মামলার পাহাড় জমছে, তাতে অনেক মামলাকারীরও দাবি যে দূর-দূরান্ত থেকে এসেও সাধারণ মামলা পিছিয়ে যাচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্তের গলাতেও সেই এক সুর। পূর্ব মেদিনীপুরের একটি মামলার শুনানি চলছিল বিচারপতি সেনগুপ্তের এজলাসে। প্রায় ১০ জনের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আবেদন মামলায় এদিন বিরক্ত হলেন বিচারপতি। রাজ্যকে বিচারপতি এদিন প্রশ্ন করেন যে যখন ভোটের আগে এত এত রক্ষাকবচ কোর্ট দিয়েছিল, তখন কেন রাজ্য ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যায়নি? অভিযুক্তর ভোটের আগেও যে স্টেটাস ছিল, ভোটের পরও তাই রয়েছে। তখন রক্ষা কবচ দেওয়ায় রাজ্য সমর্থন করলে এখন কেন আপত্তি?