নিজস্ব সংবাদদাতা : ডিএ আন্দোলনকারীদের নবান্ন অভিযানে পুলিশের অনুমতি না দেওয়া নিয়ে যে মামলা করা হয়েছিল হাইকোর্টে সেই মামলার শুনানিতে মঙ্গলবার পুলিশের অবস্থান সঠিক নয় বলে মন্তব্য করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। মিছিলে ১০ হাজার মানুষের অংশগ্রহণের কথা বলা হয় বলে রাজ্য আদালতে জানায়। ব্যস্ততম এলাকা হওয়ায় পুলিশ মিছিলে অনুমতি দেয়নি বলে যুক্তি দেখানো হলেও বিচারপতি বলেন, মিটিং-মিছিল করার মৌলিক অধিকার সকলেরই রয়েছে। বাধা দেওয়া যায় না। সুপ্রিম কোর্ট তো আন্দোলন করতে বারণ করেনি? শুনানির সময় বিচারপতি জানান, তিনি কমপক্ষে ৪টি মামলার কথা বলতে পারবেন, যেখানে হলফনামা চাওয়া হয়েছে।সেখানে যারা আগে আবেদন করেছে, তাদের অনুমতি দেওয়া হয়নি। আবার দু'দিন আগে করেছে তাদের অনুমতি দেওয়া হয়েছে। পুলিশের অবস্থান সঠিক নয় বলে বিচারপতি বলেন যে রোজ সবচেয়ে খারাপ অবস্থায় রয়ছে পুলিশ। সকলের টার্গেট। পুলিশকে দিয়ে এমন কাজ করানো হয় যেখানে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ বাড়ে।