নিজস্ব সংবাদদাতা: এসএসসি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি জানান যে এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশমের বিকৃত ওএমআর শিট প্রকাশ করা হয়েছে আগেই। এবার একাদশ-দ্বাদশেরও বিকৃত ওএমআর শিট প্রকাশ হোক, এমনটাই চায় কলকাতা হাইকোর্ট। একাদশ-দ্বাদশের বিকৃত ওএমআর শিট প্রকাশ নিয়ে এসএসসিকে তাদের অবস্থান জানাতে নির্দেশ দেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। শুক্রবার অবস্থান জানাতে হবে এসএসসিকে।
সম্প্রতি একাদশ-দ্বাদশ শ্রেণির বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেছিলেন ববিতা সরকার। ববিতার আবেদন, একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য-সহ প্যানেল প্রকাশ পেলে কারা, কী ভাবে, কোথায় চাকরি পেয়েছেন, তা সামনে আসবে। যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ২০ জনের মধ্যে দুর্নীতির কারণে কেউ চাকরি পেয়ে থাকেন, তবে তিনি আবার শিক্ষিকা পদে ফিরতে পারবেন। এর আগে ববিতা সরকারের চাকরি বাতিল করে সেই চাকরি অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।