'বেতন বন্ধ করে দিচ্ছি'! রেগে চরম সিদ্ধান্ত নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

টেট পরীক্ষা সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ পালন করেনি পর্ষদ। অভিযোগ আসার পর পর্ষদ সভাপতিকে ডেকেই সোমবার সেই সংক্রান্ত মামলায় বড় সিদ্ধান্ত নেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
abhijit ganguly justice

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আদালতের নির্দেশ পালন করা হয়নি, তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভরা আদালতেই ভেঙে পড়লেন গৌতম বাবু। সোমবার বিচারপতির তলব পেয়ে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে আসেন পর্ষদ সভাপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে বলেন, 'আমি আপনার বেতন বন্ধ করে দিচ্ছি। সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও দেবেন'। শুনে গৌতম বাবু ভেঙে পড়ে বলেন, 'দয়া করে এটা করবেন না'।

টেট পরীক্ষা সংক্রান্ত একটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশ পর্ষদ পালন করেনি, এই মর্মে অভিযোগ আসে বিচারপতির কাছে। সোমবার সেই সংক্রান্ত মামলা শুনানির জন্য ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। শুনানি চলাকালীনই পর্ষদ সভাপতিকে তলব করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দুপুর ৩টের মধ্যে আসতে বলেন তাঁর এজলাসে।